সমাজ গবেষণা কেন্দ্র (সগক)
লক্ষ্য ও উদ্দেশ্য
সমাজ গবেষণা কেন্দ্র (সগক)’র মূল উদ্দেশ্য হলো প্রগতিশীল ধারায় বাংলাদেশকে অগ্রসর করার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক ভিত্তি যোগানো। সে উদ্দেশ্যে সগক’র মূল কাজ হলো প্রয়োজনীয় গবেষণা করা এবং সে গবেষণালব্ধ জ্ঞানকে জনগণের নিকট এবং বিশেষত প্রগতিশীল ধারার রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়া। সেলক্ষ্যে সগক যেসব সুনির্দিষ্ট ধারায় কাজ করে তার মধ্যে রয়েছে পুস্তক প্রকাশনা, নিয়মিত জার্নাল প্রকাশ, বিভিন্ন বিষয়ে জনগ্রাহী স্বল্পপৃষ্ঠার পুস্তিকা প্রকাশ, সেমিনার-সিম্পোজিয়াম, আলোচনা সভা, ও ওয়েবিনারের আয়োজন, ইত্যাদি।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯৮৪ সালে “সমাজ গবেষণা কেন্দ্র” (সগক) প্রতিষ্ঠিত হয়েছিল এবং সক্রিয় ভূমিকা পালন করছিল। সগক’র জার্নাল সমাজ, অর্থনীতি, ও রাষ্ট্র নিয়মিতভাবে প্রকাশিত হয়েছিল। নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ও দেশের পরিস্থিতির পরিবর্তন এবং অন্যান্য কারণে সগক নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরবর্তীতে একাধিকবার সগককে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়, তবে তা স্থায়ী হয় না। এই শতাব্দীর শুরুর দিকে সগক পুনরায় সক্রিয় হয় এবং সমাজ, অর্থনীতি, ও রাষ্ট্র পুনরায় প্রকাশিত হতে শুরু করে। সগক’র উদ্যোগে একাধিক সেমিনারও অনুষ্ঠিত হয়। সম্প্রতি নতুন প্রযুক্তির সুযোগ নিয়ে সগক’র কাজে প্রগতিশীল চিন্তাধারার প্রবাসীদের ঘনিষ্টভাবে সংযুক্ত করার সম্ভাবনার সৃষ্টি হয় এবং সগক’র উদ্যোগে একাধিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশকে প্রগতিশীল ধারায় অগ্রসর করার প্রয়াসের তাত্ত্বিক ভিত্তি যোগানোর ক্ষেত্রে সগক’র ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই চাহিদা পূরণের জন্য এই কেন্দ্রকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করিয়ে আরও সক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সগক’র ওয়েবসাইট নির্মাণের সে ধারায় একটি প্রয়াস।
ওয়েবসাইটের লক্ষ্য ও উদ্দেশ্য
এই ওয়েবসাইটটির লক্ষ্য হলো সমাজ গবেষণা কেন্দ্র (সগক)’র পরিচয় এবং কার্যক্রমকে জনগণের কাছে সহজবোধ্য, আকর্ষণীয়, ও সুসংগঠিতভাবে তুলে ধরা; আরও বেশী ব্যক্তির কাছে সগককে পরিচিত করা; সগক’র কাজের সাথে আগ্রহীদের যুক্ত করাকে সহজ করা; এবং সগক’র লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনকে সুগম করা। আরও সুনির্দিষ্টভাবে, সগক ওয়েবসাইটের উদ্দেশ্য হলো:
- সগক'র লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র, এবং কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া
- সগক'র গবেষণার ফলাফল এবং প্রকাশনা জনসম্মুখে উন্মুক্ত করা
- গবেষক, নীতিনির্ধারক এবং সাধারণ জনগণের মধ্যে জ্ঞান-বিনিময়কে উৎসাহিত করা
- মাল্টিমিডিয়া কনটেন্ট (ওয়েবিনার, ভিডিও, অডিও ইত্যাদি) সহজে উপস্থাপন করা