সমাজ গবেষণা কেন্দ্র (সগক)’র মূল উদ্দেশ্য হলো প্রগতিশীল ধারায় বাংলাদেশকে অগ্রসর করার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক ভিত্তি যোগানো। সে উদ্দেশ্যে সগক’র মূল কাজ হলো প্রয়োজনীয় গবেষণা করা এবং সে গবেষণালব্ধ জ্ঞানকে জনগণের নিকট এবং বিশেষত প্রগতিশীল ধারার রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়া। সেলক্ষ্যে সগক যেসব সুনির্দিষ্ট ধারায় কাজ করে তার মধ্যে রয়েছে পুস্তক প্রকাশনা, নিয়মিত জার্নাল প্রকাশ, বিভিন্ন বিষয়ে জনগ্রাহী স্বল্পপৃষ্ঠার পুস্তিকা প্রকাশ, সেমিনার-সিম্পোজিয়াম, আলোচনা সভা, ও ওয়েবিনারের আয়োজন, ইত্যাদি।